রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে রবিবার মানর পার্কের একটি রেস্টুরেন্টে সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। ট্রাস্টের জেনারেল সেক্রেটারি রোটারিয়ান শাহ শাহিন চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মিছবাহ জামাল।
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট রেডব্রিজে বাঙালি কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকজনের সাথে সমন্বয় রেখে কর্মসংস্থান, খেলাধুলা এবং সংস্কৃতিমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে।
উল্লেখ্য, ২০২২ সালে ব্রিটেনের রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রেডব্রিজ ট্রাস্ট ইলফোর্ড টাউন হলের সামনে হাজারো দর্শক-শ্রোতার সামনে অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনের বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও ডেপুটি লিডার রাজন জালাল উদ্দিন এবং কমিউনিটি নেতা আব্দুল মুকিত।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক উদ্দিন, ট্রেজারার এনামুল হক এনাম, জয়েন্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী সুভন, অর্গানাইজিং সেক্রেটারি মকসুদ আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি জয়নুল ইসলাম চৌধুরী, সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি আবু তারেক চৌধুরী, এডুকেশন সেক্রেটারি শাহিন আহমদ, এক্সিকিউটিভ মেম্বার ডা. সৈয়দ মাসুক আহমদ, এলিন আহমদ চৌধুরী, আবু সোহেল, কামরুল হোসেন দেলোয়ার, মোহাম্মদ আমিন এবং এলবি২৪ টিভির হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয় ও মাহতাব আহমেদ প্রমুখ।
সভায় জানুয়ারি মাসে অনুষ্ঠিত জিসিএসই ও এ-লেভেল ছাত্রছাত্রীদের এওয়ার্ড অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একইসাথে আগামী ৩ আগস্ট গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ হিসেবে ব্রাইটনের সমুদ্র সৈকতে যাওয়ার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েরা যাতে মা-বাবার সাথে ট্রিপে অংশ নিতে পারে এবং ভবিষ্যতের ইভেন্টগুলোতে তাদের আরও বেশি করে যুক্ত করা যায়, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আগামিতে রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের জুম মিটিংয়ের মাধ্যমে পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শেষ পর্যায়ে ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন সবাইকে ধন্যবাদ জানান। পরে অতিথি ও সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি