বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বো কমন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, ক্বারী মাওলানা বেলাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন, মাওলানা মাহমুদ হোসাইন,মাওলানা হোসাইন আহমদ, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান,নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভারত বিতর্কিত ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মুসলমানদের মসজিদ ,মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে উপর অনৈতিক হস্তক্ষেপ করে সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে অনেক মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গার শুরু করেছে। ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর জুলুম ও নির্যাতন করছে। একজন মুসলিম হিসেবে আমরা চুপ থাকতে পারিনা। আগামী ২৩ এপ্রিল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস আহুত গণ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। নেতৃবৃন্দ গণ মিছিল কর্মসূচিকে সফল ও সার্থক করতে রাজধানী ঢাকা সহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি