লন্ডনে রেনেসাঁর কবি আলিফ উদ্দিন ও বরেণ্য কবি মুকুল চৌধুরীর স্মরণে সভা ও দোয়া মাহফিল

রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে প্রয়াত কবি আলিফ উদ্দিন ও বাংলাদেশের বরেণ্য কবি মুকুল চৌধুরীর স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে সোমবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক নেছারুল হক চৌধুরী (বোস্তান চৌধুরী)।

সভায় বক্তারা মরহুম কবিদের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও সমাজে তাঁদের অবদানের ওপর আলোকপাত করেন। কবি আলিফ উদ্দিন সম্পর্কে তারা বলেন, ব্রিটেনের ব্যস্ত জীবনের মাঝেও তিনি সাহিত্যসাধনায় নিবেদিত ছিলেন। তাঁর লেখা ১৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যা তাঁকে বাংলা সাহিত্য ও ইসলামী রেনেসাঁর একজন অগ্রগণ্য কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অপরদিকে, কবি মঞ্জুরুল করিম চৌধুরী (মুকুল চৌধুরী)-এর কবিতার শিল্পগুণ, শব্দ চয়ন ও ভাবব্যঞ্জনার ভিন্নমাত্রা তুলে ধরে বক্তারা বলেন, তাঁর কবিতায় সমাজের প্রতিচ্ছবি অত্যন্ত নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। তিনি একজন স্মরণীয় ও বরণীয় সাহিত্যিক।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক সাঈদ চৌধুরী, অধ্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, লেখক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, শেখ ফারুক আহমদ, হাজী ফারুক মিয়া ও সাংবাদিক মাহবুবুল করিম শুয়েদ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের পর মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের সালেহ। সংবাদ বিজ্ঞপ্তি

error: