লিওপোল্ড কমিউনিটি কালচারেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুর্নমিলনী

টেমসসুরমারিপোর্ট: পুর্ব লন্ডনের সেন্টপোলস ওয়ে চার্সহলে লিওপোল্ড কমিউনিটি কালচারেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় বাসিন্দারে নিয়ে ৭ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয় ঈদ পুর্নমিলনী।আলহাজ সাজ্জাদুর রহমান ভুইয়ার সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দীন আহমদের পরিচালনায় পবিত্র কুরআন তিলায়ত করেন হাফিজ জাকির হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মায়ুম তালুকদার।

অন্যদেরর মধ্যে ছিলেন লকেল কাউন্সিলার সাবিনা খান, কাউন্সিলার বদরুল চৌধুরী, কমিউনিটি ব্যাক্তিত্ব মিছবা জামান, একাউন্টটেন্ট জোবায়ের হোসাইন, শাহপরান মসজিদের সিনিয়র সহসভাপতি আলহাজ নূর বকস, প্রফেসার কামাল উদ্দীন, আলহাজ গৌছ উদ্দীন, সাংবাদিক রহমত আলী, অর্গেনাইজিং সেক্রেটারী মফিজুর রহমান বাদল, সদস্য আকছার হোসাইন, সহ সভাপতি আব্দুল কাহার, আব্দুস শহিদ চৌধুরী, সাবেক কাউন্সিলার শাহ আলম, আবু তাহের, ইনামুল হক চৌধুরী, ইকবাল হোসাইন, গৌছ উদ্দীন, হাফিজ বদরুল ইসলাম, আলী নেওয়াজ ও ইহরাম উদ্দীন প্রমুখ।

সভায় লিওপোল্ড মসজিদটি প্রায় পাঁচ বছর নতুনভাবে নির্মাণ করে এলাকাবাসীর জন্য মাহে রামাদানে খুলে দেওয়ার জন্য এলাকাবাসী মেয়র এবং ডেপুটি মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থায়ীভাবে এলাকার পুরুষ মহিলা ও যুবকরা মসজিদে নামাজসহ বিভিন্ন প্রোগ্রাম করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে এলাকার ছোট ছোটবড় সবাই আনন্দঘন সময় উপভোগ করেন।

error: