লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউকের কোষাধ্যক্ষ আব্দুল হকের গর্ভধারিণী মা দুলবি খাতুন মঙ্গলবার (০৬ মে) চিকিসাৎধীন অবস্থায় যুক্তরাজ্যের হুইষ্টন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ছেলে-মেয়ে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ জেলার ইলাশপুর গ্রামে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউকের সাংবাদিক নেতৃবৃন্দরা।
এদিকে প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদি এক যৌথ বিবৃতিতে দুলবি খাতুনের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। সংগঠনের নেতৃবৃন্দরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Facebook Comments