॥সারেয়ার-ই-আলম॥
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২। নির্বাচনে ১৮২ ভোট পেয়ে প্রেসিডেন্ট পুন:নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক ‘পত্রিকা’র সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ম্যাক্স মিডিয়ার এডিটর মোহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১২৮ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ‘সাপ্তাহিক দেশ’পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাপ্তাহিক জনমত-এর সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১৩১ ভোট।
কোষাধ্যক্ষ পদে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক বাংলা পোস্টের হেড অব প্রোডাকশন্স সালেহ আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আইঅন টিভির চীফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২০ ভোট।
গত ৩০ জানুয়ারি রোববার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কশিনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার বজলুর রশীদ এমবিই, কমিশনার আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহযোগিতা দেন ব্যারিস্টার মাহদী হাসান। প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য পদগুলোতে সিনিয়র সহ-সভাপতি পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়ানবাংলা নিউজ-এর অনারারী এডিটর শেখ মোজাম্মেল হোসেন কামাল পেয়েছেন ১০৮ ভোট। সহ-সভাপতি পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাংলা সংলাপ এর বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান আনিস পেয়েছেন ১২৮ ভোট। সহকারি সাধারণ সম্পাদক পদে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল পেয়েছেন ১৫৪ ভোট। সহকারি কোষাধ্যক্ষ পদে ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউকে বিডিটাইমস অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী নতুন দিন অনলাইন ডটকম-এর নির্বাহী সম্পাদক পলি রহমান পেয়েছেন ৮৫ ভোট। এই পদে স্বতন্ত্র প্রার্থী টিভিওয়ান-এর প্রেজেন্টার আমিমুল আহসান তানিম পেয়েছেন ৯৬ ভোট। অর্গানাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারি পদে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসিক বিলেত বাংলা’র নির্বাহী সম্পাদক মো. ইমরান আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার রুপি আমিন পেয়েছেন ১৪৪ ভোট। মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল হান্নান। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৩২ ভোট। ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে ১৭৪ ভোট পেয়ে পুন:নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর সিনিয়র নিউজ ক্যামেরাপার্সন মোঃ রেজাউল করিম মৃধা। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ব্রিকলেন-সম্পাদক জুয়েল দাস পেয়েছেন ১৩১ ভোট। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দ্যা এডিটর ডটকম সম্পাদক আহাদ চৌধুরী বাবু (সর্বোচ্চ ভোট ২১৬), দৈনিক বর্তমান সময়-এর বিশেষ প্রিতিনিধি জে.ইউ.এম নাজমুল হোসাইন (১৭৩), আমাদের প্রতিদিন অনলাইন পোর্টালের সম্পাদকআনোয়ার শাহজাহান (১৫৪ ভোট), আরটিভির যুক্তরাজ্য প্রতিনিধি সরওয়ার হোসাইন (১৪৮ ভোট) ও নারী এশিয়ান ম্যাগাজিনের সম্পাদক শাহনাজ সুলতানা (১৪৭)। এছাড়াও নির্বাহী সদস্য পদে আজিজুল হক কায়েস পেয়েছেন ১৩২ ভোট, শাহিদুর রহমান সোহেল পেয়েছেন ১৩১ ভোট, জি আর সোহাইল পেয়েছেন ৯৮ ভোট, শেবুল চৌধুরী পেয়েছেন ৮৯ ভোট, মোহাম্মদ হারুন-অর-রশীদ পেয়েছেন ৭৮ ভোট, মুহাম্মদ কলন্দর তালুকদার পেয়েছেন ৫২ ভোট ও রোমান বখত চৌধুরী পেয়েছেন ২৭ ভোট।
নির্বাচনে নির্বাহী কমিটির ১৫টি পদে ‘এমাদ-তাইসির-মুরাদ’ অ্যালায়েন্স এবং ‘সাত্তার-মোসলেহ-সালেহ’ অ্যালায়েন্স থেকে ৩০ জন ও স্বতন্ত্র হিসেবে ৩ জনসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।