সরকারের মদদে হত্যার ঘটনা ঘটছে: জামায়াত

ডেক্স রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার চোরাগোপ্তা হামলাও হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। সচেতন দেশবাসী মনে করেন, সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে বিরোধী দলেরচলমান আন্দোলনে ব্যাঘাত নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এসব করে চলমান গণতান্ত্রিকআন্দোলনকে সরকার বাধাগ্রস্ত করতে পারবে না।

শনিবার রাতে দেশে গুপ্ত হত্যা, গুম-খুন বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমেপাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। 

মুজিবুর রহমান বলেন, সরকার এসব চোরাগোপ্তা হামলা ও হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। সচেতন দেশবাসী মনেকরেন সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে বিরোধী দলের চলমান আন্দোলনকে নস্যাৎ কারার জন্যই পরিকল্পিতভাবে এসবঘটনা ঘটানো হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে, হত্যা করে চলমান গণতান্ত্রিকআন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ। 

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে গুপ্তহত্যা, গুম-খুন ও চোরাগোপ্তা হামলার ঘটনা ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপীআইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হঠাৎ করে সাদা মাইক্রোবাসে এসে টার্গেটকৃত ব্যক্তির উপর চোরাগোপ্তা হামলাচালিয়ে দুর্বৃত্তরা নিরাপদে পলায়ন করছে। টার্গেট করা হচ্ছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের। এক্ষেত্রে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ভূমিকা সকলের কাছেই প্রশ্নবিদ্ধ।

error: