ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর ওই প্রতিবেদনে সাঈদীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়াসংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল “দেলাওয়ার হোসাইন সাঈদীকে যদি ‘দুনিয়া‘ থেকে না সরিয়ে দেয়া হয়, তাহলে যেকোনো সময় তার (শেখ হাসিনা) সরকারকেই ফেলে দেয়া হতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাঈদীকে মন থেকে ভালোবাসেন এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থনও।”
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর ১/৩ নম্বর (হাসপাতালসংলগ্ন) সেলে দীর্ঘদিন আটক থাকার সময় দেলাওয়ার হোসাইন সাঈদী তার জেল পার্টনার, ব্যক্তিগত খেদমতকারী (খুনের মামলার আসামি মাসুদ) ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর দেয়া গোপন প্রতিবেদন এবং শেখ হাসিনাকে নিয়ে নানা মন্তব্যের সময় তিনি এ কথা বলেছেন। এ সময় ফাঁসির আসামি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী তার (সাঈদী) কথায় সায় দিয়ে শুধু বলেছিলেন, ঠিক বলেছেন ভাইজান, ওদের (ইন্ডিয়া) চালে পড়েই শেখ হাসিনা ফাঁসির রায় দেয়া শুরু হয়েছে।