মিছবাহ জামালের সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩০ বছর পূর্তির ম্যাগাজিনের প্রকাশনা লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিব চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সংগীতশিল্পী ও সানরাইজ রেডিওর বাংলা অনুষ্ঠানের প্রেজেন্টার রওশন আরা মনির স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরা অব টাওয়ার হামলেটসের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট টাওয়ার হামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়রের স্টাটেজিক এডভাইজার মোহাম্মদ জুবায়ের, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও অন লাইন টিভির চীফ পাট্রন সাঈদুর রহমান রানু জেপি, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান বৃটিশ বাংলাদেশি কাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট তফাজ্জুল মিয়া, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট ও ফেসিলিটিজ সেক্রেটারী বিশিষ্ট সংগীতশিল্পী রুপি আমিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা: আলাউদ্দিন আহমেদ, ওমেন্স সেক্রেটারি লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার পলি রহমান, পার্মানেন্ট ডোনার মেম্বার তৈমুছ আলী, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর প্রেজেন্টার সুজিয়া চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির এক্সিকিউটিভ মেম্বার বিশিষ্ট বাবসায়ী মোহাম্মদ আবুল লেইছ, এফএনএইচএফ এসের পার্মানেন্ট ডোনার মেম্বার ও রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, বিশিষ্ট টিভি উপস্থাপক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র মেম্বার আব্দুল কাদির মুরাদ, এলবি২৪ প্রেজেন্টার জনপ্রিয় উপস্হাপক আলাউর রাহমান খান শাহিন, প্রাইম ব্যাংক সিলেট রিজিওনাল মানেজার মো: তাজ, প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট সাবেক সেক্রেটারি আজম খান, ইয়োগা থেরাপিস্ট আরুচা চৌধুরী, মেহেরুন চৌধুরী (মিসেস মনসুর), কবি মোহাম্মদ ইকবাল, গোলাপগঞ্জ সোসিয়েল ট্রাষ্টের ট্রাষ্টি আজিজুস সামাদ, এম শাহিন আমিন, সাংবাদিক কামালি শেরওশাল শাহ, স্পেকট্রাম বাংলা রেডিও ডিরেক্টর নাহিদা মিছবাহ, শায়েকা মিছবাহ ও জাহেদুর রহমান।
মিছবাহ জামাল তার রেডিও মিডিয়া জীবনের ৩০ বছর পূর্তির আয়োজন উপলক্ষে আগামিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃটেনের বাংগালী কমিউনিটির বিভিন্ন সেক্টরে যেমন,শিক্ষা, রাজনীতি, সাংবাদিকতা,সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে বিশেষ বিশেষ অবদান রাখার জন্য ৩০ বছর পূতির অনুষ্ঠানে সম্মানিত ৩০ জন বাক্তিত্বকে রেডিও ও টিভির পক্ষে সম্মাননা জানাবেন বলে জানান ও তার রেডিও মিডিয়া জীবনের একটি বিশেষ উল্লখযোগ্য সফলতা বৃটেনের বাংগালী কমিউনিটিতে ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠিত নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির পক্ষে রেডিও মিডিয়ার মাধ্যমে কাজ করে সিলেটে হার্ট ফাউন্ডেশন হসপিটাল স্হাপনে প্রবাসীদের পক্ষে যে অবদান রেখেছেন তার ভুমিকার কথা তুলে ধরে সকল বক্তারা তাকে ও তার রেডিও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান।
পরিশেষে মিছবাহ জামাল তার রেডিও ও অন লাইন টিভির মাধ্যমে কাজ করে আগামিতে হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের বিশেষ সহযোগিতা নিয়ে তার এলাকা সিলেটের শহরতলীর সন্নিকটে বাঘায় মিছবাহ ফাউন্ডেশন ইউকের সার্বিক তত্বাবধানে ও সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর সকল সম্মানিত পাট্রনদের সাপোর্টের মাধ্যমে বয়স্ক লোকদের ডে কেয়ার সেন্টার যার নামকরণ এর প্রস্তাবনা করেন মোহাম্মদ জুবায়ে Peace Home Day Care Centre করার প্রস্তাব গৃহীত হয়েছে।
আশা করা হচ্ছে অতি শীঘ্রই মিছবাহ জামালের বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হুমায়ুন ইসলাম কামাল ও তার কাজিন বিশিষ্ট শিল্পপতি হলান্ডের বিশিষ্ট বাবসায়ী খায়রুল আমিন বাবলা, ছোট ভাই জিয়াউল ইসলাম সানুর সুপরামর্শ নিয়ে কাজের অগ্রগতি আগামি ৩০ বছর পূতির অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরবেন।
উল্লেখ্য এই অনুষ্ঠানে উপস্হিত অনেকেই বয়স্ক লোকদের ডে কেয়ার সেন্টারের ফাউন্ডার পাট্রন হিসেবে থাকবেন বলেও আশ্বাস প্রদান করেন।
সবশেষে বিশিষ্ট সংগীতশিল্পী রুপি আমিনের সাথে সমবেত কণ্ঠে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার এই দেশাত্মবোধক গানের অংশ বিশেষ দিয়ে ও খাবার পরিবেশন সহ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।