সিলেটে আইনজীবী সমিতির নির্বাচন : আওয়ামী লীগ সমর্থিত সভাপতি আবদাল, সম্পাদক জুবায়ের বিজয়ী

টেমসসুরমাডেক্স: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে সভাপতি পদে সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের বিজয়ী হয়েছেন।দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ০২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়ে রাতভর গণনা শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬০ টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন।


কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট। এসময় তাঁকে সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার এম. আব্দুল করীম আকবরী এডভোকেট ও জামিল আহমদ এডভোকেট।


বেসরকারি ফলাফল অনুসারে ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৬৫ প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন তা আমাদের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে।


সভাপতি পদে -বিজয়ী হয়েছেন সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আহমদ চৌধুরী আবদাল। তিনি পেয়েছেন ৭৭০ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা  এ টি এম ফয়েজ ৬৫৮ ভোট পেয়েছেন।


সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগ নেতা জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) সর্বোচ্চ ৫৯১ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী  জুৎনা ইসলাম (৩৫৫), আলী হায়দার (২৩৩), সৈয়দ ফেরদৌস (২১৩) ভোট পেয়েছেন।


সহসভাপতি-২ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ পন্থী জুলাই-আগস্টের দায়েরকৃত মামলার আসামি মোহাম্মদ মোখলিসুর রহমান। তিনি সর্বোচ্চ ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী  আব্দুস সোহেব আহমদ (৩৮২),  আব্দুল হান্নান (৩৭৮) ও   আফরোজ আহমদ (৬৪) ভোট পেয়েছেন।  

error: