সিলেটে দীর্ঘ এক যুগ পর আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছর ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর উপস্থিতিকে ঘিরে জনসমাগমের বিষয়টি মাথায় রেখে এমসি কলেজের মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিল আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
তাফসীর মাহফিল সফল করার লক্ষ্যে এসএমপির উদ্যোগে সমন্বয় সভা করা হয়েছে। এতে আয়োজক কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএমপি কমিশনার মো. রেজাউল করিম এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এমসি কলেজ মাঠের চারপাশে ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে। ঐতিহাসিক মাহফিল সুষ্টুভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার পাশাপাশি সিলেটের জনসাধারণনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ দিকে, আয়োজক কমিটি জানায়, সিলেটের তাফসিরুল কোরআন মাহফিলের নিরাপত্তার জন্য যৌথবাহিনীর সাথে প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে। উক্ত মাহফিলে তাফসির পেশ করবেন শায়েখ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, আল্লামা ইসহাক আল মাদানী, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ মোহাম্মদ শাহ ওয়ালী উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতী মাওলানা আমীর হামজা, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, মুফতী আলী হাসান উসামা ও শামীম বিন সাঈদী প্রমুখ।
এদিকে, এমসি কলেজ মাঠ পরিদর্শন শেষে এসএমপির পক্ষ থেকে মাহফিলকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার কথা জানান পুলিশ কমিশনার।
তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লিদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিলে ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে আলাপ করেন তিনি।
আয়োজকরা জানান, মাহফিল চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।