জুবায়ের আহমেদ:
৫ই আগস্টের পটপরিবর্তনের পর থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপসানালয়ে হামলা হয়েছে অসংখ্য।জ্বালানো হয়েছে শত শত বসতবাড়ি। কিছু ধর্মীয় লেবাসধারী উগ্রপন্থী লোকজন, কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মী সংখ্যলঘুদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের বাড়ি-ঘর দখল করার চেষ্টা করেছে।যা আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। দেশে একটি গোষ্ঠী ধর্মীয় লেবাসের আড়ালে বাড়াবাড়ি করে থাকে সব সময়।বর্তমান দেশের অস্থিরতার সুযোগে আবারও মাথাচাড়া দিচ্ছে তারা।
গত ২রা নভেম্বর জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধরী চট্রগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শপের উদ্বোধন করতে গিয়ে স্হানীয় ‘ব্যবসায়ী-তোহিদী জনতা’র ব্যানারে একদল উগ্রপন্থীদের বাধার মুখে শো-রুম উদ্বোধন না করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হন।(সূত্র: বাংলা ট্রিবিউন,৩ নভেম্বর ২০২৪)।গত ২৮ জানুয়ারি দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবিতে ‘তৌহিদী জনতা’র সঙ্গে আয়োজক কমিটির সংঘর্ষ হয়েছে।পরে খেলা বন্ধ করে দেয়া হয়।(সূত্র: বিডিনিউজ২৪, ২৮ জানুয়ারি ২০২৫)।
একইদিন জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। ক্ষোভে টিন দিয়ে ঘেরা মাঠের বাউন্ডারি ভাঙচুর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের অদূরে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।(সূত্র: যুগান্তর,২৮ জানুয়ারি ২০২৫)।গত ৮ই ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে নামাজের সময় গানবাজনা করার অভিযোগ তুলে ১৫-২০জন রড ও লাঠিসোটা নিয়ে অনুষ্ঠানে হামলা করে ভাংচুর করে।(সুত্র: আজকের পত্রিকা,৮ ফেব্রুয়ারি ২০২৫)।
এভাবে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে দেশের নানা প্রান্তে। কট্টর মৌলবাদীদের এমন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হচ্ছে মানুষের বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা যা সংবিধানে প্রদত্ত অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামের নাম নিয়ে সমাজে ভয় টুকিয়ে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত এ সকল পথভ্রষ্টরা। নারীরা দেশের উন্নয়নে পুরুষের চেয়ে কোনো অংশে কম যায়নি। প্রতিটি ক্ষেত্রে দেশ স্বাধীনের পর থেকে তারা সমান তালে অবদান রেখে যাচ্ছে। সুতরাং তাদের অধিকার রক্ষায় সমাজের সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। উগ্রবাদি ধর্মীয় গোষ্ঠীদের কালো হাত ভেঙে দিতে হবে।
আর ইউনুস-আসিফ নজরুল সরকার নারী ও মানুষের জানমালের যথাযথ নিরাপত্তা দিতে পোরুপুরি ব্যর্থ হয়েছে। ৭ মাস ধরে ক্ষমতায় আসলেও তারা জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ।প্রতিদিন হত্যা,ধর্ষন,ডাকাতি বেড়েই চলছে দেশে।তাদের অবিলম্বে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে।
জুবায়ের আহমেদ
সাংবাদিক ও মানবাধিকারকর্মী