হোয়াটসঅ্যাপে ভিডিও প্রতারণা যেভাবে হয়

হোয়াটসঅ্যাপে ভিডিও ফাঁদ বিষয়টি অনেকের জানা আবার অনেকের অজানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ কিছু মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পাবেন। অনেকে প্রোফাইল দেখে অ্যাড করেন, অনেকে মিউচুয়াল ফ্রেন্ড দেখে অ্যাড করেন। আবার অনেকে কিছু না দেখেই অ্যাড করে থাকেন, মানে যুক্ত করে নেন। কিন্তু এই প্রোফাইল থেকে আপনি প্রতারিত হতে পারেন।

ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পর ওপাশ থেকে আপনাকে ‘হাই’ দেবে। তারপর সে বলবে তার অবস্থান মুম্বাই বা ভারতের কোনো শহরে। আপনি প্রোফাইলেও তার একাধিক ছবি স্ট্যাটাস থেকে সেটাই দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন আপনার পরিচিত অনেকেই তার ফ্রেন্ডলিস্টে আছে। আপনিও কথা শুরু করবেন। একপর্যায়ে তিনি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর চাইবেন। আপনিও দিয়ে দিলেন। তারপর ওপাশ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসবে। এবার আপনি কলটি ধরবেন আর ধরার সঙ্গে সঙ্গে ওপাশে একটা অশ্লীল ভিডিও শুরু হবে। আপনি কিছু বোঝার চেষ্টা করতে করতেই সেটা সে রেকর্ড করে ফেলবে। এর পরপরই আপনাকে সেই হোয়াটসঅ্যাপে ভিডিও রেকর্ড করা কলটি পাঠিয়ে একটা বিকাশ বা নগদ নম্বর পাঠিয়ে দেবে। আর এই টাকা না পাঠালে আপনার পরিচিত অনেকের কাছে এই ভিডিও পাঠিয়ে দেওয়ার হুমকি আসবে। আর এই হোয়াটসঅ্যাপে ভিডিও ফাঁদে পড়ছেন দেশের অনেক মানুষ।

error: