ঢাকার বিসিএফসিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম জাঁকজমকপূর্ণ চতুর্থ বাইফা অ্যাওয়ার্ড। বিকেল থেকেই হাজার হাজার দর্শকের উপস্থিতি রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি করে। রেড কার্পেট ঘিরে ছিল উচ্ছ্বাস ও সেলফি তুলতে ব্যস্ত হাজারো মুখ, প্রিয় তারকাদের একনজর দেখার জন্য।
এই অনুষ্ঠানে ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার লাভ করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।
খুব অল্প সময়েই রবিন রাফান তার টেকনোলজি, এআই, ভিএফএক্স ও সামাজিক সচেতনতাভিত্তিক কনটেন্টের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর এই অর্জন কনটেন্ট ইন্ডাস্ট্রিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের একঝাঁক তারকা। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, প্রবীণ গুণী অভিনেতা তারিক আনাম খান, শহিদুজ্জামান সেলিম, আফরান নিশো, সিয়াম আহমেদ, ইমন, পরীমনি, অপু বিশ্বাস, সংগীতশিল্পী ইমরান, কনা, রুনা খান, শাহরিয়ার নাজিম জয়, সাফা কবির, মেহজাবিন চৌধুরী, জোভান প্রমুখ।
অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর ফ্যাশন শো, গানের পরিবেশনা, নৃত্য এবং বিনোদনে ভরপুর আকর্ষণীয় সেগমেন্ট। এ যেন তারকাদের মিলনমেলা।
বাইফা অ্যাওয়ার্ড ইতিমধ্যে বাংলাদেশের বিনোদন ও ডিজিটাল জগতে একটি স্বীকৃত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে স্থান করে নিয়েছে।