বাগেরহাট ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে অন্তত ১০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৫ হাজার ঘরবাড়ি। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙে পড়েছে। এতে গতকাল রোববার সন্ধ্যায় পুরো জেলার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ দুপুর পৌনে ১২টার দিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অধীন বাগেরহাট শহরের একটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে বাগেরহাট শহরের ২০ হাজার গ্রাহকের মধ্যে অধিকাংশ বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক।

error: