সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ১৩৫ জন। যার মধ্যে ৬৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪৯ জন।
বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হন।
এই ১৩৫ জনসহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৫ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ২৭৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৪১ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৯ জন। এরমধ্যে সিলেটের ১৩৯ জন ও মৌলভীবাজারের ১০ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৭৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৪১১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪২ জন সুস্থ হয়েছেন।

error: