লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে নিযুক্ত উদ্ধারকারী দলের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। ডুবে যাওয়া নৌকায় থাকা শরনার্থীদের উদ্ধারের খুব সামান্য সম্ভাবনাই রয়েছে বলে জানানো হয়েছে। সস মেডিটেরিয়ান নামের ইউরোপীয় মানবাধিকার সংস্থা জানিয়েছে, ওই নৌকায় ১৩০ শরনার্থী ছিল। আরো দুটি নৌকার সঙ্গে বুধবার ওই নৌকাও ভূমধ্যসাগরে পাড়ি জমায়। ডুবে যাওয়া শরনার্থীদের খুঁজতে তিনটি উদ্ধারকারী নৌকা কাজ করছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, সকাল থেকে খুঁজেও একজনও জীবিত শরণার্থীকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবাই আশা ছেড়ে দিয়েছেন। শরনার্থীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইওএম এর প্রধান ইউগেনিও আমব্রোসি জানিয়েছেন, ১০০ জনেরও বেশি মানুষের প্রাণ চলে গেছে। আমাদের গ্রহণ করা নীতি যখন ব্যর্থ হয় তখন এই মানুষগুলোকে এমন করুণ পরিণতি দেখতে হয়।
উল্লেখ্য, এই রুট ধরে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন হাজারো শরণার্থী। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে চান তারা। তবে ঝুকিপূর্ণ এই পথে প্রায়ই নৌকা ডুবে প্রাণ হারান শত শত শরণার্থী। শুধু এই রুটেই এ বছর ৩৫০ জনেরও বেশি শরনার্থীর মৃত্যু হয়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে প্রবেশের চেষ্টায় গত ৬ বছরে ২০ হাজারেরও বেশি শরনার্থীর মৃত্যু হয়েছে।