আটক ইসলামপন্থী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে লন্ডনে নিবাচা’র সমাবেশ

বাংলাদেশে আটক ইসলামপন্থী নেতাকর্মীদের মুক্তির দাবিতে লন্ডনে সমাবেশের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে।প্রতিবাদ সভার বক্তারা বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরুধীদলীয় নেত্রী কর্মীদের বিশেষ করে ইসলামী আন্দোলনের সকল আলেম উলামাদে’র নির্মূল করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়নের কৌশল হিসাবে বিশ্ববরণ্য আলেম আল্লামা দিলোয়ার হুসাইন সাঈদীকে কয়েক বছর ধরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধী রেখেছে।

৭ই জুন,রোজ সোমবার, স্থানীয় সময় বিকাল ৫ঃ৩০ ঘটিকায় পূর্ব লন্ড‌নের ঐতিহাসিক আলতাব আ‌লী পা‌র্কে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই(নিবাচা) ইউকে উদ্দোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করবেন মানবাধিকার কর্মী মুসলিম খান, সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী মাজেদুর ইসলাম খান। সভায় মেহমান হিসাবে বক্তব্য রাখেন ঐক্য ফ্রন্ট ইউকে’র সেক্রেটারী সাইফুর রহমান পারভেজ, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকে’র সভাপতি সাবেক ছাত্র নেতা জয়নাল আবেদীন, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকে’র সেক্রেটারী দিলোয়ার হোসাইন, ইউনির্ভারসেল ভয়েস ফর হিউম্যান রাইটস’র সেক্রটারী শাহান বিন নিজাম, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন মিল্লাত, মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিম’র সেক্রেটারী সাবেক ছাত্র নেতা লায়েক আহমদ, জাস্টিস ফর ভিকটিম’র সহ সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ, নিবাচা’র উপদেষ্টা মোঃআবুল কালাম,নিবাচা’র সহ সভাপতি আলী হোসেন, নিবাচা’র প্রোগ্রাম সম্বনয় কারী মানবাধিকার কর্মী মোঃতাহমিদ হোসাইন খান,জাস্টিস ফর ভিকটিম’র রিসার্চ সেক্রেটারী জালাল আহমদ জিলানী, ইআরআই’র অফিস সেক্রটারী মোঃআবু জাফর আব্দুল্যাহ, নিবাচা’র সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, মানবাধিকার কর্মী আরিফ আহমদ,মোঃমাহবুবুর রহমান, মোঃইমরান আহমদ, শেখ খুরশীদ আলম, সফীকুল আলম,মাসুকে এলাহি,আব্দুল হক বাতিন ও বিএনপি এবং জামায়াতের নেতারা। এছাড়া আর উপস্তিত ছিলেন যুব দল নেতা মির্জা আবুল হোসেন, মিফতাহ উদ্দিন, যুব মহিলা দলের নেত্রী ফারিয়া আক্তার সুমি, রুবি আক্তার, মানবাধিকার কর্মী আব্দুল কাদের জিলানী,জিহাদুল ইসলাম,আব্দুল বাছিত, নজরুল ইসলাম প্রমূখ।
সভায় কোরআন তেলাওয়াত করবেন মোহাম্মদ আলী।
সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন আওয়ামীলীগ সরকার শেখ হাছিনা যদি বাংলাদেশর আলেম সমাজ, রাজনৈতিক, সাংবাদিক সহ সকল রিরুধীদলীয় নেতা কর্মীদের মুক্তি না দেয় তাহলে বৃটেন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মামুনূল হক,,এডভোকেট শাহিনুল পাশা চৌধুরী, মুফতী আমির হামজা, সহ সকলের মুক্তি দাবী করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

error: