সাংবাদিক ফরিদ আলমের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

টেমসসুরমা : নিউইয়র্কে আওয়ামী লীগের সংবাদ সম্মলেনে প্রশ্ন করার পর এনসিএন’র সাংবাদিক ফরিদ আলমের উপর অতর্কিত হামলায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এক লিখিত প্রতিক্রিয়ায় স্টেট ডিপার্টমন্টের একজন মুখোপাত্র বলেন, “আমরা এই ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। গণতান্ত্রিক শাসনের মূল উপাদান হিসেবে যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশী সাংবাদিকদের উপর নিপীড়ন, বাঁধা ও ভয়ের সংস্কৃতি তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন।”

প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের উপর নিউইয়র্কে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করায় ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীদের হামলার শিকার হন এনসিএন’র সাংবাদিক ফরিদ আলম।
সংবাদ সম্মেলনে সাংবাদিক ফরিদ আলম জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪১ জনের বহর নিয়ে যুক্তরাষ্ট্রে আসা এবং বসার বেঞ্চ উদ্বোধন, বঙ্গবন্ধুর নামে গাছ লাগানো এসব নাম সর্বস্ব কর্মসূচীর মধ্যে বাংলাদেশের প্রাপ্তি কী? এতেই ক্ষেপে গিয়ে এনসিএন’র সাংবাদিকের উপর অতর্কীত হামলা চালায় আয়োজক সহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

error: