আওয়ামী লীগের মতো হলে আমাদেরও একই পরিণতি হবে: মির্জা ফখরুল

নেতাকর্মীদের জনগণের কাছে জনপ্রিয় করে তোলার অনুরোধ জানিয়ে কারও প্রতি অন্যায়-অত্যাচার না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাঁও মাঠে এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ‘আয়নাঘর’ প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা সরকার প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে। অনেকে হাত-পা হারিয়েছে। অনেকের মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে।’

‘আজ আমরা মুক্ত বাতাসে বাস করছি। তবে মনে রাখবেন সে পর্যন্তই মুক্ত থাকবে, যতক্ষণ আমরা স্বাধীন রাখতে পারি,’ বলেন তিনি।     

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো কাজ করতে শুরু করলে আমরা কি টিকে থাকতে পারব? আমাদেরও একই পরিণতি হবে।’

তিনি বলেন, ‘দেশে যে বিজয় অর্জিত হয়েছে তা নষ্ট হতে দেবেন না’ দেশের ভালো করার, উন্নত করার যে সুযোগ আসছে তা হারাবেন না।’

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম শরীফ, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।  

সূত্র: ডেইলি স্টার

error: