টেমসসুরমাডেক্স: পাঠক নন্দিত জনপ্রিয় জাতীয় দৈনিক আমার দেশ এর সিলেট ব্যুরো অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশনের ৩য় তলায় নতুন ব্যুরো অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালী সিলেট ব্যুরো উদ্বোধন করেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। পরে তিনি উদ্বোধনী বক্তব্যে শাহজালালের (রহ) পূণ্য ভূমি সিলেটবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে যেন আমরা শক্তভাবে লড়াই করতে পারি।
এ উপলক্ষে ফিতা কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি ছিলেন শাবির প্রোভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম।
উদ্বোধনী বক্তব্যে ড. মাহমুদুর রহমান আরে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমার দেশ প্রেসের সবকিছু পুড়িয়ে দিয়েছে। বিল্ডিং আর জমি ছাড়া কিছু নেই। আমি জেলে থাকা কালীন অফিসের কম্পিউটারসহ বাকী সবকিছু জ্বালিয়ে দিয়েছে। শূন্য হাতে শুরু করে দুই মাসের মধ্যে আমরা সবকিছু আবার সাজিয়ে নিয়েছি। আমার সহকর্মিদের আন্তরিক সহযোগিতায় প্রকাশনার কাজ এগিয়ে চলছে আশা করছি আপনাদের সবার প্রিয় পত্রিকা আগামী ২২ ডিসেম্বর পাঠকের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি আগের মতো পত্রিকা পড়েন, অন্যদের পড়তে উৎসাহিত করেন তাহলে আমরা এই সংগ্রামে সফল হবো। ফ্যাসিবাদের দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমরা শক্তভাবে লড়াই করতে চাই। আপনাদেরকে সবার কাছে দোয়া চেয়ে সিলেট ব্যুরোর কার্যক্রম উদ্বোধন ঘোষণা করছি।অফিস স্হাপনের জন্য সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদকে অভিনন্দন জানাচ্ছি।
দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইমাম সমিতির মহাসচিব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি প্রফেসর ড.সরওয়ারউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করেন আমার দেশ আগের মতোই আধিপত্যের বিরেুদ্ধে কথা বলবে। বিগত দিনের মতো দেশ মাটি ও মানুষের পক্ষে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আমার দেশের পূন:প্রকাশকে স্বাগত জানিয়ে উত্তরোত্তর সফলতা কামনা করেন।
দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র-সহ সভাপতি খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন – শাবির ট্রেজারার অধ্যাপক মো. ইসমাইল হোসেন, শাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাবির আইপিই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, সিকৃবির প্রফেসর ড আতাউর রহমান, প্রফসর ড. খালিদুর রহমান, সিলেট জেলা বারের পিপি আশিক উদ্দিন এডভোকেট, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েছ লোদী, সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম হক আদনান, মাহবুবুল হক চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, এডিশনাল পিপি আল আসলাম মুমিন, এ্যাবের জামিল আহমদ, আমার দেশ পাঠক মেলার সভাপতি ডা. হুসাইন আহমদ, সেক্রেটারি এমজেএইচ জামিল, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্ধোজা চৌধুরী বদর, ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ুন রশিদ চৌধুরী, সাংবাদিক এম এ মতিন, ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, মামুন হাসান, দৈনিক সিলেটের ডাকের আনাস হাবিব কলিন্স ও নূর আহমদ, সিলেট ফটোজার্নালিস্টের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শেখ আবদুল মজিদ, জুনেদ আহমদ, সাংবাদিক ইয়াহিয়া মারুফ, লবিব আহমদ,