ফিফা বর্ষসেরার পুরস্কার দেওয়া হবে আজ রাতে। কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমি থেকে রাত ১১টায় এই পুরস্কার অনুষ্ঠানটি ফিফা লাইভ দেখাবে। একই দিনে কাতারের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দুই বছর পূর্তিও বটে। এর সঙ্গে উদ্যাপন করা হবে এস্পায়ার একাডেমির ২০ বছর পূর্তির আয়োজনও।
মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১শে আগস্ট থেকে ২০২৪ সালের ১০ই আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই পুরস্কারের বিশেষভাবে চোখ থাকবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্টার ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির দিকে। এবারের ব্যালন ডি’অর জিতেছেন তিনি।
১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়া হচ্ছে। ২০০৯ সাল পর্যন্ত এ ধারায় বর্ষসেরা পুরস্কার দিলেও এরপর বদলে যায় পদ্ধতি। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিলে যৌথভাবে দেওয়া হয় এই পুরস্কারটি। ২০১৬ সালে ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করে ফিফা দ্য বেস্ট অর্থাৎ বর্তমান সংস্করণ।
বর্ষসেরা পুরুষের সংক্ষিপ্ত তালিকায় যাঁরা
জুড বেলিংহাম, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি , রদ্রি, ফেদে ভালভের্দে, ভিনিসিয়ুস জুনিয়র, ফ্লোরিয়ান ভির্টজ, লামিনে ইয়ামাল।