প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিয়ে ব্রিটিশ বাংলাদেশীদের আলোচনা সভায় বক্তারা ‘দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান’

প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকারের বিষয়ে ব্রিটিশ-বাংলাদেশীদের নিয়ে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ শুক্রবার এই সভার আয়োজন করা হয়।

এতে আইনজীবী মিছবাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করুন। প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন, এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয় আর কখনও হয়তো করা হবে না। কোনো রাজনৈতিক সরকার করবে না। আশ্বাসের মধ্যেই রাখা হবে। সুতরাং অন্তর্র্বতীকালীন সরকারের কাছে সব প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে হবে-আসন্ন নির্বাচনে যেকোনো উপায়ে প্রবাসীরা যেন ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। এবার না হলে আমাদের জীবদ্দশায় হয়তো আর হবে না। তাই সমস্বরে আওয়াজ তুলতে হবে।

বিশেষ অতিথি বক্তব্যে সাংবাদিক ক্যারল বলেন, বিপুলসংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য পৃথিবীর সকল দেশে অবস্থানরত বাংলাদেশীরা যার যার অবস্থান থেকে আন্দোলন করা এখন সময়ের দাবী।

সভায় আরো উপস্তিত ছিলেন বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত আইনজীবী মিছবাহ উদ্দিন, ব্যারিস্টার আমীন, কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক হাসনাত চৌধুরী, ক্বারী মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব শাহ চেরাগ আলী, লিলু মিয়া, কয়েছ আহমদ, মুহা জিলানী, জাকির হোসেন , রিয়াজ আহমদ, সাদিক আহমদ, শুকুর মিয়া, সাজিদুর রহমানসহ আরও অনেক। উক্ত সভায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমত পোষণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

error: