তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এক হ্যান্ডেলে প্রচারিত (সাবেক টুইট) বার্তায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ(সোমবার) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী। বার্তা মতে, আলাপকালে ভারতের ‘ভিত্তিহীন’ অভিযোগ এবং একতরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন ইসহাক দার, যার মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির বিধান স্থগিত করার স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিলো। আলাপকালে বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দেন। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিবদমান দুই পক্ষের সংযমের গুরুত্বের উপর জোর দেন।

তারা উভয়ে পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তাদের পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চ-স্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন। 

উল্লেখ্য, এশিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের ধারাবাহিকতায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপ হয় তার। সেই আলাপে উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় সহযোগিতা করার প্রস্তাব করে রাশিয়া। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। সেই সঙ্গে বলা হয়, কাশ্মীরের পেহেলগাম এলাকায় গত ২২ এপ্রিল সংঘটিত হামলার জেরে যে সংকট তৈরি হয়েছে, তার রাজনৈতিক সমাধানের ব্যাপারে ভারত ও পাকিস্তান যদি আগ্রহী হয়, তাহলে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত আছে।

error: