টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র অফিসের প্রধান কর্মকর্তা এবং সাবেক কেবিনেট মেম্বার আলিবর চৌধুরী’র পিতা আবিদ মিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । তিনি স্ত্রী, সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আশির দশকে তিনি ছিলেন স্টেপটি শাহজালাল মসজিদের ফাউন্ডিং চেয়ারম্যান । তাঁর নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর একই মসজিদ তথা স্টেপটি শাহাজালাল মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মেনর পার্ক কবরস্থানে (রমফৌর্ড রোডে) সমাহিত করা হবে । মরহুমের গ্রামের বাড়ি বৃহত্তর সিলেটের নবীগঞ্জ উপজেলায়।
আবিদ মিয়া চৌধুরী’র ইন্তেকালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন । তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Facebook Comments