এক যুগ পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছর

টেনসসুরমাডেক্স: এক যুগ পর যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কয়ছর এম আহমেদ দেশে ফিরেছেন। রবিবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির অন্তত ১০০ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দেশের মাটিতে পা রাখেন।

বিষয়টি নিশ্চিত করে কয়সর আহমদের সঙ্গে থাকা যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা দেশে পৌঁছেছি। খুবই ভালো লাগছে। আট বছর পর দেশের মাটিতে পা রাখলাম। জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ। মামলা-হামলার ভয়ে জন্মভূমিতে এত দিন আসা হয়নি।’

এদিকে কয়ছর আহমেদের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

বিশেষ করে তার নিজের এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

জগন্নাথপুরের বিএনপি নেতাকর্মীরা জানান, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ গত এক যুগ ধরে রাজনৈতিক হয়রানিমূলক মামলা-হামলার কারণে দেশে আসতে পারেননি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ায় তিনি দেশে আসার সিদ্ধান্ত নেন। গত বুধবার ৭৭ নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল শনিবার সন্ধ্যায় সৌদি আরব থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন বিএনপির ওইসব নেতা। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

এ সময়ে যুক্তরাজ্য থেকে আরো ২৩ নেতাকর্মী তাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ঢাকায় পৌঁছনোর পর শতাধিক নেতাকর্মী নিয়ে কয়ছর আহমদ শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন। পরে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময়সহ দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

এরপর কয়ছর এম আহমদ আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুরে আসবেন। গত কয়েক দিন ধরে তাদের বরণ করতে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে দেখা গেছে।

গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির প্রধান সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার রোষানলের কারণে দেশে আসতে পারেননি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর আগামী দিনের কাণ্ডারি কয়ছর আহমদ। দেশ স্বৈরাচারমুক্ত হওয়ায় দীর্ঘ ১২ বছর পর দেশে ফিরেছেন। তার আগমনে আমাদের ব্যাপক প্রস্তুতি থাকলেও দলীয় কিছু নির্দেশনার কারণে তেমন আয়োজন করা হচ্ছে না। শুধু সংবর্ধনার অনুষ্ঠান করা হচ্ছে।’

error: