বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শাহজালাল কালচারাল সেন্টারে কবিতা আবৃত্তি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
শাহজালাল মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, স্কুল কমিটির সাবেক সভাপতি আক্তার উজ্জামান কুরেশি নিপু, আব্দুল মুমিন, শেখ আতিকুজ্জামান, ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত।
সভায় বক্তারা বলেন, আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে। বক্তারা ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের সন্তানদেরকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরতে ও বাংলা ভাষা সম্মন্ধে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলা স্কুলে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি