গবেষণাভিত্তিক বিভিন্ন কাজে সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে বেশ কার্যকর গুগলের তৈরি ‘নোটবুকএলএম’ টুল। এআই প্রযুক্তিনির্ভর টুলটি কাজে লাগিয়ে গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই নোট আকারে সংরক্ষণ করা যায়। এবার গবেষকদের সংরক্ষণ করা বিভিন্ন তথ্য বা নোটকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে রূপান্তরের জন্য নোটবুকএলএম টুলে ‘ভিডিও ওভারভিউস’ নামের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীর সহজেই সংরক্ষিত নোট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে পারবেন।
নোটবুকএলএম এআই টুলে ভিডিও ওভারভিউস সুবিধার কার্যকারিতা পরখ করছে গুগল। ধারণা করা হচ্ছে, গুগলের ‘ভিও ২’ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ওভারভিউস সুবিধাটি চালু করা হবে। গুগলের দাবি, ভিও ২ প্রযুক্তি মানুষের নড়াচড়া এবং মুখাবয়বের অভিব্যক্তি বিশ্লেষণ করে অত্যন্ত বাস্তবধর্মী ভিডিও তৈরি করতে পারে। এ প্রযুক্তি দিয়ে কয়েক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করা সম্ভব।
২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল ‘অডিও ওভারভিউস’ ফিচার চালু করে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সংরক্ষিত নোট থেকে একটি পূর্ণাঙ্গ পডকাস্ট তৈরি করতে পারেন। এবার সেই সুবিধার পাশেই নোটবুকএলএমের ড্যাশবোর্ডে ভিডিও ওভারভিউস নামে একটি নতুন অপশন দেখা যাবে।