জমকালো আয়োজনে ৭ম বেঙ্গলী ওয়েডিং ফেয়ার অনুষ্ঠিত

দেশীয় সংস্কৃতি, নজর কাড়া ফ্যাশন শো আর হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে ৭ম লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সিতে এই মেলার আয়োজন করা হয়।

৯ জুন রোববার, ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪ টা ছুই ছুই, উপর থেকে নামলো কেক। আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে মেলার উদ্বোধন করলেন। মেলা জুড়ে ছিল বিয়ের প্রয়োজনীয় ছোট বড় নানা জিনিসের পসরা। দামি ব্র‍্যান্ডের গাড়ি থেকে পালকি, কিংবা রিকশা প্রায় সবখানেই ছিল বাঙালীয়ানার ছাপ। আরো ছিল কনের ল্যাহেঙা, শাড়িসহ ফার্নিচার। আগত দর্শনার্থীরা উপভোগ করেন ভিন্নমাত্রার এই অনুষ্ঠান।

বরেণ্য শিল্পীদের গান আর খ্যাতনামা মডেলদের ফ্যাশন শোতে প্রাধান্য পায় বাংলাদেশী ঐতিহ্য। এছাড়াও রুমিনা- ১০১ এর মত স্যোশাল মিডিয়া সেলেব্রিটি এবং ব্রিটিশ বাংলাদেশী মডেলদের নিয়ে ছিল চোখ ধাধানো ফ্যাশন শো। আবায়া এবং হিজাব এই ফ্যাশন শো কে দিয়েছে এক নতুন মাত্রা। বিবিসি এশিয়ান নেটওয়ার্ক এর জনপ্রিয় উপস্থাপক স্ম্যাস বেঙ্গলীর উপস্থাপনায় অনুষ্ঠিত মেলায় প্রায় ২ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

error: