দেশে না ফেরার সিদ্ধান্ত সাকিবের

সাকিব আল হাসানের তাহলে মিরপুরে শেষ টেস্ট খেলা হচ্ছে না। গতকাল গভীর রাতে জানা যায় সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরপর আজ দুপুরে আবার জানা যায়, শঙ্কা দূর করে দেশে ফিরছেন তিনি। তবে এবার ইএসপিএন ক্রিকইনফোকে সাকিব নিজেই জানালেন, দেশে আপাতত ফেরা হচ্ছে না তার।

ক্রিকইনফোর সঙ্গে আলাপে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত নই এখন কোথায় যাবো কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে দেশে ফিরছি না।’ 

এর আগে গত ভারত সফরে টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেন সাকিব। মিরপুরে আগামী ২১শে অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এরপর নানা মোড় ঘুরে অবশেষে সাকিবের মিরপুরে খেলা সবুজ সংকেত দেয় সরকার ও বিসিবি।

তবে গত কয়েকদিন ধরে সাকিবকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে তাকে মিরপুরে খেলতে না দেওয়ার দাবি জানায় ছাত্র জনতার একটি বড় অংশ। মিরপুর স্টেডিয়ামে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। দেওয়ালে তার বিরুদ্ধে লেখা হয় নানা স্লোগান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাকিবের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

সবমিলিয়ে তৈরি হয় ঘোলাটে পরিস্থিতি। এমন অবস্থায় সরকার থেকে আপাতত সাকিবকে দেশে ফিরতে না করা হয়েছে। যদিও গতকাল রাতে ঘোষিত প্রথম টেস্টের দলে সাকিবকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

error: