বাংলাদেশ এসোসিয়েশন ইউকের ১২তম বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন বাংলাদেশ ল এসোসিয়েশন ইউকের ১২তম বার্ষিক সম্মেলন ও নির্বাচন ইস্ট লন্ডনের দ্য অ্যাট্রিয়াম ভ্যেনুতে শনিবার ৩ মে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

এতে বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমান অনুষ্ঠানটির নিদের্শনায় অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, তাঁদের পরিবারবর্গ, অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ছিলো মিলনমেলা, স্মৃতিচারণা, আনন্দ-বিনিময় এবং একে অপরের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, প্রাক্তন সভাপতি ও সেক্রেটারিরা, কার্যনির্বাহী পরিষদের সদস্য, ব্যারিস্টার, সলিসিটর, আইনজীবী, বিচারক, বিভিন্ন পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন খালিদ ইয়াহইয়া। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদায়ী সভাপতি ব্যারিস্টার শিবলী সাদিক শুভেচ্ছা বক্তব্য দেন এবং বিদায়ী সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমান সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট ঝুমুর দত্ত।

বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য বারোজন অ্যালামনাইকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ ফুলেল সম্মাননা প্রদান করা হয়।

প্রাক্তন সভাপতিদের মধ‍্যে কমিউনিটির সুপরিচিত আইনজীবী ব‍্যরিষ্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর, ব‍্যরিষ্টার ওয়াশিফুর রহমান তালুকদার হাবুল, ব‍্যরিষ্টার নিজামুল হক, ব‍্যারিষ্টার মোঃ আবুল কালাম, ব‍্যরিষ্টার এনামুল হক এবং ব‍্যরিষ্টার মোঃ কামরুল হাসান (এমকি হাসান) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের জন্য একটি বিশেষ সেগমেন্ট আয়োজন করা হয়। যেখানে তাদের অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে উপহার প্রদান করা হয়। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব ও সেবার চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়ক হবে বলে আয়োজকেরা উল্লেখ করেন।

ব্যারিস্টার নুরুল আমিন, অ্যাডভোকেট সাবেরা একরাম এবং কাউন্সিলর মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করেন।

নতুন কার্যনির্বাহী কমিটির জন্য ব্যারিস্টার মুহাম্মাদ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী আফরিন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন ও দায়িত্ব গ্রহণ করেন। এই ইভেন্টে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । মিলন, ব‍্যরিষ্টার কেজিবি  কনক এবং ব‍্যারিষ্টার এমকিউ হাসান গান পরিবেশন করেন।সংবাদ বিজ্ঞপ্তি।

error: