টেমসসুরমারিপোর্ট: বাংলাদেশ সেন্টারের বিদায়ী কমিটির দায়িত্ববানদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ভোটাধিকার বঞ্চিত সদস্যরা।এক সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করে বলেন, সম্পূর্ণ অন্যায় ও অসাংবিধানিকভাবে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।এজন্য বিদায়ী কমিটির কতিপয় দায়িত্ববানকে তাঁরা দায়ী করেন। আগামী ২৬ নভেম্বর রোববার বাংলাদেশ সেন্টারের নির্বাচন।
২১ নভেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলরনের আয়োজন করে বাংলাদেশ সেন্টারের ভোটাধিকার বঞ্চিতসদস্যরা। ‘বাংলাদেশ সেন্টারের নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত করার প্রতিবাদ’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যমাননিয়ম-কানুনের তোয়াক্কা না করে কতিপয় দায়িত্ববান নিজেদের মনগড়া নিয়মে মেম্বারশিপের সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদেরপছন্দের মানুষকে সদস্য বানানোর মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশ সেন্টারকে নিজেদের দখলে রাখার পায়তারা করা হচ্ছে বলেঅভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। তালিকায় সাধারণ সদস্য, লাইফ মেম্বার ও পার্মানেন্ট মেম্বার মিলিয়ে নবাগত মোট ৪৪জনের নাম নেই বলে অভিযোগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন – শামসুল হক ইয়াহিয়া। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ ইফতেখার আহমেদ (শিপন), আনোয়ার আহমেদ ও আশিকুর রহমান প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিগত মেয়াদে যারা পরিচালনা কমিটিতে ছিলেন তারা আবারও প্রার্থী হয়েছেন। ‘রেড অ্যালায়েন্স’-এর ব্যানারে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মূলত নির্বাচনে নিজেদের হারের ঝুঁকি কমাতে বিদায়ী কমিটির কিছু সদস্য কমিটিতে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে আমাদের নাম অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন বলে প্রতিয়মান হয়।