ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই ইমন, ফিরেছেন শান্ত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে আজ বাইরে রাখা হয়েছে। একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া একাদশের বাইরে আছেন সহ অধিনায়ক শেখ মেহেদী। আইপিএল খেলতে যাওয়া নেই মোস্তাফিজুর রহমান। তার জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। 

বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

error: