কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রাক্তন সভাপতি, ইউকের খ্যাতিমান আইনজীবী , ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার MBE ইর Freedom of the City of London” প্রাপ্তিতে কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় ।
রেজান্ট লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিরুল ইসলাম ।সেক্রেটারি মখলিছুর রহমান , এসিস্টেন্ট সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকী ,হারুন রশিদ এবং অর্গানাইসিং সেক্রেটারি ফারুক আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা সায়েম নুরুর রহমান চোঁধুরী ।
সভাপতির স্বাগতিক বক্তব্যের পর সংবর্ধিত অতিথির সংক্ষিপ্ত জীবনী নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের ইসি মেম্বার খরুজ্জামান খসরু ভিপি।
বক্তব্য রাখেন এসিস্টেন্ট সেক্রেটারি হারুন রশিদ , অর্গানাইসিং সেক্রেটারি ফারুক আহমদ চৌধুরী, ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী , সহসভাপতি আবুল ফাতেহ , আনিসুল হক , আজমল আলী , লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের , চোঁধুরী ফ্যামেলি এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ চৌধুরী , ইউকে ট্রাইবুনাল জজ ব্যারিস্টার নজরুল ইসলাম খসরু , মারকাজুল উলুম মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা সুয়েব আহমেদ , কানাইঘাট এসোসিয়েশন ইউকের এডভাইজার ইজ্জত উল্লাহ ,বশিরুল ইসলাম , সিরাজুল ইসলাম ,এবং মখলিছুর রহমান l
অনুষ্ঠানে আগত হলভর্তি অতিথিদের উপস্তিতিতে সভাপতির বক্তব্যের পর সংবর্ধিত অতিথিকে ফুলের তুড়া নিয়ে বরণ করেন নাজিরুল ইসলাম এবং পরবর্তীতে কানাইঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সকল এডভাইজারবৃন্দ l
সংবর্ধিত অতিথির বক্তব্যের পূর্বে উনার চ্যারেটেবল কাজের উপর একটি ভিডিও প্রদর্শন করা হয় l
ব্যারিস্টার কুতুব উদ্দিন সিকদার তার বক্তব্যে এই ধরণের অনুষ্টান আয়োজনের জন্য কানাইঘাট এসোসিয়েশনের সকল কে ধন্যবাদ দেন