ভারতে কোভিড-১৯ এর টিকা উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে বৃহস্পতিবারের এই অগ্নিকাণ্ডে কোভিশিল্ড টিকা উৎপাদনের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করা হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের পুনেতে অবস্থিত এই ইনস্টিটিউটটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ফার্মা অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় কোভিড-১৯ প্রতিরোধে কোভিশিল্ড টিকা তৈরিতে কাজ করে আসছে।
অগ্নি নির্বাপণ কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনে আটকে পড়া কিছু লোককে উদ্ধার করা হয়েছে।
সিরামের সিইও আদর পুনাওয়ালা এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমরা কিছু পীড়াদায়ক সংবাদ পেয়েছি। এই ঘটনায় কিছু প্রাণহানীর দুঃখজনক সংবাদ আমরা পেয়েছি। আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের সদস্যদের কাছে আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’
‘বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী’ দাবি করা সিরাম ইনস্টিটিউট পুনেতে এক শ’ একর আয়তনের সদর দফতর থেকে তার কার্যক্রম চালিয়ে আসছে।
সূত্র : এনডিটিভি