রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি আসন্ন?

রাশিয়ার ট্যাংক বহর।ছবি রয়টার্স

বেশ কয়েক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে উত্তেজনা। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনার উপস্থিতি দেখা গেছে। সেই সঙ্গে জড়ো করা হয়েছে অসংখ্য ট্যাংক, সামরিক সরঞ্জাম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের উত্তেজনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই সামরিক উপস্থিতিতে ব্যাপক উদ্বিগ্ন ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত সোমবারের বিবৃতিতে তেমনটাই মনে হয়েছে। মন্ত্রণালয়টি দাবি করেছে, তাদের পূর্ব সীমান্তে জড়ো করা রুশ সেনার সংখ্যা ৪০ হাজার। সঙ্গে রয়েছে সাঁজোয়া যান, ট্যাংক, কামানের বহর। এ ছাড়া ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ক্রিমিয়াতে ৪০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করেছে মস্কো।

রাশিয়া-ইউক্রেন মানচিত্র

যদিও ক্রেমলিন বলছে, তারা যুদ্ধ চায় না, তাহলে কেন এসব করা হচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির এক দিন আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, ‘কারোরই যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই।’ কিন্তু প্রচ্ছন্ন হুমকি তিনি ঠিকই দিয়েছেন। বলেছেন, ‘রাশিয়া সব সময়ই বলে আসছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষীদের ব্যাপারে তারা কখনোই উদাসীন থাকবে না।’

ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক আর দক্ষিণাঞ্চল লুহানস্ক। ২০১৪ সালে এই দুই অঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন এবং সেখানে ‘পিপলস রিপাবলিকস’ নামে আলাদা শাসনব্যবস্থা চালু করেন।
ইউক্রেন সীমান্ত বিপুলসংখ্যক সেনা মোতায়েনকে সাধারণ মহড়ার প্রস্তুতির অংশ বলে মস্কোর কর্মকর্তারা দাবি করলেও আপাতদৃষ্টে এটা মস্কোর আরেকটি যুদ্ধের প্রস্তুতি বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজ। এটি ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে। সম্প্রতি একটি ভিডিওতে শহরটিতে বিপুলসংখ্যক সশস্ত্র রুশ সেনা জড়ো হতে দেখা গেছে। আর দক্ষিণ-পশ্চিমের ক্রাসনদর অঞ্চলে ট্যাংক ও সামরিক রেলগাড়ির বহরের দেখা মিলেছে।

ইউক্রেনের কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই অঞ্চলগুলোতে রাশিয়ার বিমানবাহিনীর সেনাদের নিয়ে গঠিত ৭৬তম গার্ডস এয়ার অ্যাসাল্ট ডিভিশনসহ সামরিক স্থাপনা গড়ে তোলার চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে। ২০১৪ সালে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী সহায়তা করতে ৭৬তম গার্ডস এয়ার অ্যাসাল্ট ডিভিশন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।

ইউক্রেনের সেনাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই এখনো অব্যাহত রয়েছে। গত জুলাই দুই পক্ষের যুদ্ধবিরতির পরও থেমে নেই সংঘাত। সম্মুখযুদ্ধে ইউক্রেনের সেনা নিহত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ, গত রোববার প্রাণহানির ঘটনা ঘটে।

চলতি বছরে মোট ২৭ সেনা প্রাণ হারিয়েছেন। ২০২০ সালে নিহত হন ৫০ জন ইউক্রেনীয় সেনা। অভিযোগ রয়েছে, ইউক্রেনের সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এই সংঘর্ষে মস্কো সেনা পাঠিয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন।

সামরিক বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা মনে করছেন, ক্রেমলিন আরেকটি যুদ্ধের দিক বেশ জোরেশোরেই এগোচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর রোমানেস্কো বলেছেন, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে ছোট আকারের যুদ্ধ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মানে এই নয় যে যুদ্ধটি আগামীকালই শুরু হবে। এটার অর্থ হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তিনি (পুতিন) তৈরি করছেন।

error: