ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনীর তৎপরতায় ৩ ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।
https://pagead2.googlesyndication.com/pagead/ads?client=ca-pub-1414060017337636&output=html&h=250&adk=3491752736&adf=1335656961&pi=t.aa~a.3927116753~i.2~rp.4&daaos=1734548800062&w=310&abgtt=6&fwrn=7&fwrnh=100&lmt=1734633718&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8974748454&ad_type=text_image&format=310×250&url=https%3A%2F%2Flb24.tv%2Fdetail.php%3Flb%3D10215%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTEAAR2psj_n7VqRpLU-QOVLaj4MjcJOFe9HXAdYcxXXmjJ6iMCAdN02DJZ74qY_aem_m1G4KH8DbNyaDI-9bWO4TQ&fwr=0&pra=3&rh=259&rw=310&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1734633718693&bpp=1&bdt=553&idt=1&shv=r20241212&mjsv=m202412090101&ptt=9&saldr=aa&abxe=1&eo_id_str=ID%3D13dc9f2dd8199a7c%3AT%3D1733332090%3ART%3D1734633718%3AS%3DAA-AfjaUCe_c5IDdh36_ELjBIbYn&prev_fmts=0x0%2C428x356%2C428x356%2C428x356%2C428x356%2C428x356&nras=2&correlator=8758530430806&frm=20&pv=1&u_tz=0&u_his=1&u_h=926&u_w=428&u_ah=926&u_aw=428&u_cd=24&u_sd=3&adx=59&ady=1457&biw=428&bih=737&scr_x=0&scr_y=0&eid=31088581%2C31088669%2C31089330%2C95344788%2C95345966&oid=2&pvsid=2179186921485888&tmod=1306139304&uas=3&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C428%2C0%2C428%2C737%2C428%2C737&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&ifi=7&uci=a!7&btvi=5&fsb=1&dtd=9
ঘটনাস্থলে থাকা র্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার উপস্থিত সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।
পরে র্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।