লন্ডন ক্লিনিকে চিকিৎসা শুরু বেগম জিয়ার

টেমসসুরমাডেক্স: অনেক অপেক্ষ শেষে উন্নত চিকিৎসার জন‍্য লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্থানীয় সময় সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার এম্বুলেন্স অবতরণ করে।

সেখান থেকে তাকে সরাসরি নেয়া হয় লন্ডন ক্লিনিকে। হাসপাতালে ভর্তির পর তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে, খালেদা জিয়ার সফরসঙ্গী মেডিকেল টিমের একজন সদস্য।

তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর পর খালেদা জিয়ার প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষা শেষে ডাক্তারদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়।

সূত্র জানায়, এখানে আপাতত চিকিৎসা চলবে। পরে প্রয়োজন হলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে নেয়া হতে পারে। লন্ডন ক্লিনিক বৃটেনের অন্যতম চিকিৎসাকেন্দ্র যেখানে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার এম্বুলেন্স হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমীরের পাঠানো এয়ার এম্বুলেন্সটি।

সবশেষ ২০১৭ সালে যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নেন তিনি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড বার বার তাকে বিদেশ নেয়ার পরামর্শ দিলেও তৎকালীন শেখ হাসিনার সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি।

error: