টেমসসুরমাডেক্স: সিলেট কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুল হামিদ (২৮) নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
গত সোমবার বেলা ২টার দিকে তিনি মারা যান। হামিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে। তিনি হত্যা মামলায় এক বছর ধরে কারাগারে ছিলেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর জকিগঞ্জে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, সোমবার আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থান উন্নতি না হলে ওইদিনই বেলা ২টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মঙ্গলবার ময়নাতদন্ত শেষে বেলা ১টার দিকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বেলা ১টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘হার্ট অ্যাটাকে তিনি মারা যান।’ এক বছর ধরে হামিদ কারাগারে ছিলেন জানিয়ে তিনি বলেন, তিনি হত্যা মামলার আসামি ছিলেন।