স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারালেন সাখাওয়াত, নতুন দায়িত্বে জাহাংগীর

অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে যুক্ত হয়েছেন আরও চার উপদেষ্টা। শুক্রবার তাদের শপথ পাঠ করানো হয়েছে। এরপরই অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয় পুনঃবণ্টন করা হয়েছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী।

শুক্রবার তাদের দপ্তর পুনঃবণ্টন করা হয়।

দপ্তর পুনঃবণ্টনে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি তিনি বক্তব্যের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরাগভাজন হয়েছিলেন।

জাহাংগীর আলম চৌধুরী ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৩ তারকা হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ-ভারত সীমান্তে বঙ্গ সেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) প্রধান ছিলেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন ও একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয়। তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়। এ ঘটনার মাধ্যমে ২০০৮ সালে সামরিক বাহিনী ক্ষমতায় আসে।

জাহাংগীর আলম ১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশন যোগদান করেন। একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

error: