হালান্ডের জোড়া গোলে দুইয়ে সিটি

আর্লিং ব্রুট হালান্দের গোলের রথ ছুটেই চলছে। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার ঘরের মাঠে ৩-১ গোলে জয়ের দিন জোড়া গোল করেন হালান্দ। এ জয়ে বোর্নমাউথকে নিচে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। জোড়া গোলে দারুণ এক কীর্তিও গড়েন হালান্দ।

অ্যাস্টন ভিলার মাঠে গত রোববার ১০ ম্যাচ পর প্রথম হারের তেতো স্বাদ পায় সিটিজেনরা। সে ম্যাচে মৌসুমে মাত্র দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ছিলেন হালান্দ। তবে এদিন বোর্নমাউথের সঙ্গে জোড়া গোলে প্রিমিয়ার লীগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোলের কীর্তি গড়েন এ নরওয়েজিয়ান তারকা। তবে খেলোয়াড় হালান্দের চেয়ে মানুষ হালান্দের প্রতিই বেশি খুশি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচের পর তিনি বলেন, “মাঝেমধ্যে আমি তার প্রতি কঠোর হই। আমি বলি, ‘এটা, ওটা আরও ভালোভাবে করো’, আর সে সবসময় খোলা মনে তা গ্রহণ করার চেষ্টা করে। কিছু খেলোয়াড় থাকে যারা বলে, ‘তুমি কী বলছো?’ তবে সে পুরোপুরি মাটির মানুষ।” এরপর খেলোয়াড় হালান্দেরও প্রশংসা করে সিটি বস বলেন, ‘আপনারা জানেন কী না, সত্যি বলতে ওকে ছাড়া সত্যিই (ম্যাচ) কঠিন হতো। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা অসাধারণ একজন মানুষকে পেয়েছি, যে অত্যন্ত মিষ্টি ও দয়ালু। সে আরও উন্নতি করবে। এবং খেলোয়াড় হিসেবে তার পরিসংখ্যান তো সত্যিই বিস্ময়কর! প্রিমিয়ার লীগে ১০ ম্যাচে ১৩ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও ২৫ বছর বয়সী হালান্দা। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে তার গোল হলো ২৬টি। 

error: