বানিজ্য চুক্তি ছাড়াই ব্রেক্সিট হওয়ার সম্ভবনা বেশি: প্রধানমন্ত্রী জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন,কোন ধরনের বানিজ্য চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বেশি।

ব্রাসেলসে টানটান উত্তেজনার সভার মধ্যে প্রথমবার ব্রেক্সিট চুক্তি নিয়ে কথা বলতে এসে জনসন বলেছেন, যুক্তরাজ্যের নাগরিক ও বিভিন্ন কোম্পানির এখন চুক্তিবিহীন পরিস্থিতিকে বিবেচনায় নেওয়া উচিত।

আলোচনা অব্যাহত থাকলেও দুই পক্ষের আলোচকরা এখনও চুক্তির কাছাকাছিও যেতে পারেননি। ৩১ ডিসেম্বরের পর যুক্তরাজ্যের আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য নীতি মানার বাধ্যবাধকতা না থাকায় বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষের হাতে দুই সপ্তাহের মতো সময় বাকি আছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিযোগিতার নিয়ম ও মাছ ধরার অধিকারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের কারণে যুক্তরাজ্য ও ইইউ’র প্রতিনিধিদের রুদ্ধদ্বার বৈঠক সফলতার মুখ দেখছে না।

বুধবার জনসন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনের সঙ্গে বৈঠকে বসলেও এ যুগল কোনো সমাধান বের করতে পারেননি। জনসন এর আগে ব্রিটিশ আলোচকদের চুক্তিতে পৌঁছাতে ‍যতখানি সম্ভব ছাড় দেওয়া যায়, তা দিতে বলেছিলেন।

ইইউ যুক্তরাজ্যকে তার আইনি ব্যবস্থার ভেতর আটকে রাখতে চাইছে আর না হলে আমদানিতে শুল্ক বসিয়ে শাস্তি দিতে চাইছে বলে ‘চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে’ বলেও অভিযোগ করেন তিনি।

error: