আনোয়ার শাহজাহানের করোনা আতঙ্ক দেশে দেশে গ্রন্হ এর প্রকাশনা অনুষ্টিত

টেমসসুরমারিপোর্ট: লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহানের করোনাকালীন সময়ের পৃথিবীর কঠিন পরিস্থিতি নিয়ে লেখা করোনা আতঙ্ক দেশে দেশে বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্টিত হয়েছে।

গত ৪ জানুয়ারী লন্ডন বাংলা প্রেসক্লাব হলে অনুষ্টিত এই বই প্রকাশনা উত্সবে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হক চৌধরী।

দর্পন টিভির পরিচালক রহমত আলীর সভাপতিত্বে সাংবাদিক আহাদ চৌধরী বাবু ও এনাম চৌধুরীর পরিচলনায় আরো বক্তব্য রাখেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা,ক্লাব সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লেখক গবেষক ফারুক আহমেদ, ছড়াকার দিলু নাসির, সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক মোসলে উদ্দিন আহমেদ,কবি হামিদ মোহাম্মদ, কবি ও সাংবাদিক সৈয়দ হেলাল সাইফ, স্বদেশ-বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সরদার, লন্ডন বাংলা প্রেসক্লাবের আইটি সেক্রেটারী সালেহ আহমদ, কমিউনিকেশন সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইভেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধা, ইসি মেম্বার ও গ্লোবাল টিভির হেড অব নিউজ জে ইউ এম নাজমুল হোসেন, প্রথম আলো’র যুক্তরাজ্য প্রতিনিধি তবারুকুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক রফিকুল হায়দার ফয়ছল, ব্যারিস্টার আবু সুফিয়ান, সাংবাদিক ডক্টর আনিসুর রহমান আনিস, বাংলা পোস্টের মাহবুব আলী খানসুর, মা লন্ডন নিউজ২৪ এর সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ টিপু, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সাংবাদিক আব্দুল হান্নান, এনআরবি ফাইনান্স এর সম্পাদক আজিজুল হক কায়েস, বিশ্ব বাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান, টুএ নিউজের সাংবাদিক আব্দুল হান্নান, বাংলাভাষী অনলাইন পোর্টালের সম্পাদক অলিউর রহমান খান, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি খালেদ মাসুদ উদ্দিন রনি, দ্য গ্রেট বেঙ্গল টুডে’র সম্পাদক মোহাম্মদ খান, সাংবাদিক মোহাম্মদ শামীম আহমদ, এনটিভি ইউরোপ প্রতিনিধি কয়েস আহমদ রুহেল, এলবি২৪ টিভির চিফ রিপোর্টার জুবায়ের আহমেদ, আইঅনটিভির মিডল্যান্ড প্রতিনিধি রাসেদ উদ্দিন মোহাম্মদ আলী এবং হাওয়া টিভির পরিচালক কিশোয়ার এনাম লিটনসহ প্রমূখ।

এ সময় বক্তারা করোনা আতঙ্ক দেশে দেশে বই ভবিষ্যত প্রজন্মের কাছে মহামারী করোনার ভয়াল চিত্র ও এ সম্পর্কে সঠিক তথ্য তোলে ধরতে সাহায্য করবে বলে আশা করেন এবং এর সাফল্য কামনা করেন।

error: