আফগান ফুটবলারের লাশ যুক্তরাষ্ট্রের বিমানের চাকায়

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মধ্যে দিয়ে ক্ষমতা দখলের পথে হাঁটছে তালেবান। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি পালিয়ে যাওয়ার পর যেকোনো মূহুর্তে নতুন সরকার গঠন করতে পারে তালেবান। কাবুল দখল করার পর তালেবানরা ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছেন। তবুও, ভয়ে-আতঙ্কে কিছু মানুষ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যার অংশ হিসেবে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন কয়েক হাজার আফগান। মার্কিন সেনাবাহিনীর বিমানে করে তারা পালানোর চেষ্টা করেন। যেখানে বিমানের চাকা এবং ককপিটেও মানুষ উঠে যাওয়ার ঘটনা ঘটে।

গত ১৬ আগস্ট কাবুল থেকে যাওয়া একটি সি-১৭ বিমানের চাকায় মানুষের দেহাবশেষ খুঁজে পায় যুক্তরাষ্ট্র। পরে জানা গেছে, ওই দেহাবশেষ ছিলো তরুণ আফগান ফুটবলার জাকি আনওয়ারির। দেশটির বয়সভিত্তিক টিমে খেলতেন তিনি। তালেবানের কাবুল দখলের পরদিনের ঘটনা। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয় যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী উড়োজাহাজ। আর তাতে চেপে বসে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ। ভেতরে মেঝেতে গাদাগাদি করে বসেন শত শত মানুষ। সেখানে জায়গা না পেয়ে বিমানের বিভিন্ন অংশ ধরে দেশ ছাড়ার চেষ্টা করেন অনেকে। সেদিন মানুষজনকে চলন্ত বিমান থেকে ছিটকে পড়তেও দেখা যায়। আগস্ট কাবুল থেকে যাওয়া সি-১৭ বিমানের চাকায় মানুষের দেহাবশেষের সন্ধান মেলে।

error: