ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

টেমসসুরমানিউজডেক্স: রাশিয়ার সেনাদের প্রতিরোধে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এবার সেই দলে যোগ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপের ২৭ দেশের এই জোট গঠনের পর এই প্রথম কোনো দেশে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিবিসি লাইভে বলা হয়েছে, আজ রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এক সংবাদ সম্মেলেন ইউক্রেনে অস্ত্র পরিবহনের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন।

রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এ ছাড়া রাশিয়ার জন্য ইউরোপের আকাশসীমা বন্ধেরও ঘোষণা দিয়েছেন তিনি।

error: