‘কভিড-১৯ হিরো’ সাংবাদিক রেজাউল করিম মৃধা

টেমসসুরমা২৪: কভিড-১৯ করোনাভাইরাস মহামারিতে সাংবাদিকতায় বিশেষ অবাদানের জন্য সাংবাদিক মো: রেজাউল করিম মৃধাকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন ২০২১ এওয়ার্ড প্রদান করেন। টাওয়ার হ্যামলেটস’র স্পীকার আহবাব হোসেন, জি এল এ মেম্বার উন্মেষ দেশাই, কাউন্সিল রাজিব আহমেদ, কাউন্সিল এহতেশামুল , কাউন্সিল শাহ সোহেল আমিন সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগন।

গত সোমবার ৩০শে আগস্ট ক্রস হারবার কমিউনিটি ফান ডে উপলক্ষে ইস্ট লন্ডনের সর্ব বৃহৎ আজদা সুপার মার্কেটের কার পার্কিং এ ফান ফেয়ারের আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9196214566978382&output=html&h=356&slotname=3074183189&adk=2062106679&adf=383596188&pi=t.ma~as.3074183189&w=428&lmt=1630452978&rafmt=1&psa=0&format=428×356&url=https%3A%2F%2Fbanglapost.co.uk%2F2021%2F08%2F44407%2F%3Ffbclid%3DIwAR2QjFxMCtVA9w5C06WcqgCj6XvvpAI6Jf-eB3S_HL2aX6ywFQd6KLcy7sI&flash=0&fwr=1&fwrattr=true&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&dt=1630452978352&bpp=2&bdt=938&idt=142&shv=r20210830&mjsv=m202108310101&ptt=9&saldr=aa&abxe=1&prev_fmts=0x0%2C428x443&nras=1&correlator=5007379195989&frm=20&pv=1&ga_vid=1214231824.1630452978&ga_sid=1630452978&ga_hid=182427075&ga_fc=0&u_tz=60&u_his=1&u_java=0&u_h=926&u_w=428&u_ah=926&u_aw=428&u_cd=32&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1559&biw=428&bih=737&scr_x=0&scr_y=0&eid=44749371%2C31062297&oid=3&pvsid=4264541471305928&pem=894&ref=http%3A%2F%2Fm.facebook.com&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C428%2C0%2C428%2C737%2C428%2C737&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=1152&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=yGvb6Nkhrh&p=https%3A//banglapost.co.uk&dtd=144

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আহবাব হোসেনের সার্বিক তত্বাবধানে এবং গ্রেটার লন্ডন অথরিটি, অসবর্ন বিছ, লন্ডন টি এক্সচেঞ্জ এবং আজদা সুপার মার্কেটের সহযোগিতা হাজার হাজার মানুষের উপস্হিতিতে কভিড-১৯ হিরোদের টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন ২০২১ এওয়ার্ড তুলে দেওয়া হয়।

কভিড-১৯ করোনাভাইরাস মহামারিতে বিভিন্ন সেক্টরে জীবনের ঝুঁকি নিয়ে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি কাজ করেছেন। সেই সব প্রতিষ্টান এবং ব্যক্তিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড প্রদান করে।

করোনা মহামারির সময়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিটির সেবা করায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে ফান্ড রেইজ করেছেন, মানুষদের সচেতন করা, সংবাদ পরিবেশন করে সচেতনতা সৃষ্টি এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বারার দারিদ্র ও হোমলেসদের মধ্যে খাদ্য বিতরন, ফান্ড রেইজ করাসহ মহতি কাজের জন্য এওয়ার্ড প্রদান করা হয়।

সাংবাদিকতার মাধ্যমে করোনাভাইরাস মহামারিতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখায় টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড প্রদান করা হয়েছে টাওয়ার হ্যামলেটসের চারজন সাংবাদিককে। তাদের মধ্যে এটিএন বাংলার মোস্তাক বাবুল, টিভি ওয়ানের জাকির হোসেন, আইঅন টিভির আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও চ্যানেল এস এর মো: রেজাউল করিম মৃধা।

মো: রেজাউল করিম মৃধা করোনাভাইরাস মহামারির শুরু থেকেই করোনার সংবাদ সংগ্রহ, করোনা রোগীর বাসায় গিয়ে অথবা হাসপাতাল করোনা রোগীর স্বাক্ষাৎকার গ্রহন করা, হাসপাতালের মর্গে, করোনা রোগীর মৃত্যু, গোসল, জানাজা এবং দাফন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে চ্যানেল এস এ সংবাদ প্রচার করা এবং সেই সাথে প্রতিদিনের করোনার আপডেট ফেইস বুক এবং অনলাইনে প্রচার করাসহ মানুষকে সচেতনার জন্য সবসময় কাজ করেছেন এবং এখন ও করে যাচ্ছেন।

ছাত্র জীবন থেকেই সাংবাদিকরা সাথে জড়িত ছিলেন তিনি। ঢাকা মিরপুরে সরকারি বাংলা কলেজ বিএ পড়ার সময় কলেজের পক্ষ থেকে দেয়ালিকা এবং বাৎসরিক মায়ের বুলি নামে স্মরনীকা বের করেন।

১৯৮৯ সালে জীবনের তাগিদে প্রবাসী হয়েও লেখা লেখি সাংবাদিকতার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। ১৯৯০ সালে থেকে ইতালিতে থাকা অবস্থায় রোম থেকে প্রকাশিত দেশ বিদেশ ও স্বদেশ বিদেশ এর সাথে কাজ করেন। বাংলাদেশের খবর গ্রুপ এবং সাপ্তাহিক ২০০০ এর ইতালী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। লিখেছেন এবং ইতালীর সংবাদ পৌছে দিয়েছেন অন্যান্য বাংলাদেশী পত্রিকায়।

২০১১ সালের মাঝামাঝি লন্ডনে প্রবাসী হয়েও অন্য কাজ না করে সাংবাদিকতার সাথেই নিজেকে জড়িয়ে রেখেছেন। দেশ টিভি, বাংলা টিভি এবং ২০১৪ সাল থেকে চ্যানেল এস এর সাথে কাজ করে যাচ্ছেন। সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট এ্যান্ড ফ্যাসেলিটি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ব্রিট বাংলা ২৪. কম এর কমিউনিটি এডিটর, সাপ্তাহিক বাংলা পোস্ট এর নিয়মিত কলাম লিখেন।অনলাইন এমএএইচ লন্ডন টিভিতে প্রতি শনিবার ‘মৃধা শো’ উপস্থাপনা করছেন।

error: