করোনার বিধি-নিষেধে ঈদ পালন যুক্তরাজ্যে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রিটেনে উৎযাপিত হল এবারের ঈদুল-ফিতর।মহামারী করোনার কারণে নানা বিধি-নিষেধের মধ্যে এবারের ঈদ উৎযাপিত হয়েছে।প্রতি বছরের ন্যায় খোলা মাঠে কোন ঈদের জামাত হয়নি এবার।তবে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদ গুলোতে হয়েছে একাধিক ঈদের জামাত।ঈদের জামাতে শরিক হতে বৃহস্পতিবার সকাল থেকেই মসজিদে ছিল উপচে পড়া ভীড়।দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেও জামাতের জন্য অপেক্ষা করতে দেখা যায় মুসল্লীদের।তবে,সরকারী বিধি-নিষেধের কারণে বরাবরের মত জামাত শেষে এবার ঈদের দিনের সবচেয়ে আনন্দঘন মূহুর্ত কোলাকুলি করতে পারেননি মুসল্লীরা।ইউরোপের সর্ববৃহৎ মসজিদ ইষ্ট লন্ডন মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও হয়েছে পাঁচটি ঈদ জামাত।
এতে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার মানুষ অংশ নেন।ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদে অনুষ্ঠিত হয় ৪টি ঈদ জামাত। এই মসজিদেও অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশী কমিউনিটির মানুষ।৪ টি জামাত অনুষ্ঠিত দারুল উম্মাহ মসজিদেও, একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল আমান জামে মসজিদ ও ফোর্ড স্কয়ার মসজিদেও।এদিকে, ইংল্যান্ডের মধ্যে বড় পরিসরে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কলচেস্টারের কাসল পার্কে। এতে ১২শ‘র বেশি লোক সমাগম ঘটে।তবে নিয়মের কারণে গত বছরের মত এ ঈদেও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘরে গিয়ে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন কমিউনিটির মানুষ।

error: