কোয়াড জোটে যোগ না দিতে বাংলাদেশ কে চীনের সতর্কতা

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট ‘কোয়াড’ এ যোগ না দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং। কোয়াডে অংশ নিলে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘যথেষ্ট খারাপ’ হবে বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন।

এ সময় কোয়াডকে চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী হিসেবে উদ্ধৃত করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের কোয়াডে অংশগ্রহণ করা উচিত নয়। কেননা এর থেকে বাংলাদেশের কোনো লাভ হবে না।

রাষ্ট্রদূত লি বলেন, ‘ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এ ধরনের অংশীদারিত্ব নিশ্চিতভাবেই আমাদের প্রতিবেশীদের ক্ষতি করবে।’

ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডেক্যাব) সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন এই সভায় বক্তব্য রাখেন।

error: