জনসন এন্ড জনসন টিকা বন্ধের আহবান

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা দেয়া ৬ জনের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনায় প্রতিষ্ঠানটির টিকা দেয়া স্থগিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার এই পরামর্শ দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এবং দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি।

টিকা নেয়াদের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনায় সংস্থা দুটি পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে।

এফডিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৬৮ লাখের বেশি মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের শরীরে বিরল এবং মারাত্মক রক্ত জমাট বাধার ঘটনা দেখা যায়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এধরণের পার্শ্বপ্রতিক্রিয়াকে অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করছে এফডিএ ও সিডিসি।

error: