মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। এছাড়া তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লী অংশ নিতে পারবে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। তবে জুমআর নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা বেঁধে দেয়া হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুমুআর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিগণ অংশগ্রহণ করবেন। এছাড়া মুসল্লিগণকে পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দুআ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ৫ই এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে মসজিদে সেহরী ও ইফতার আয়োজন থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।
তারাবী নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লী
Facebook Comments